আরজি কর দুর্নীতি মামলা: কেন পিছোলো আজ চার্জগঠন?

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর দুর্নীতি মামলায় এবার নতুন মোড়। আজও আদালতে পিছিয়ে গেল এর চার্জগঠন। যদিও কি কারণে পিছিয়ে গেছে, তা জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের তরফ থেকে। পাশাপাশি, এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে মামলার পরবর্তী শুনানির দিন কবে। এছাড়াও এদিন আদালতের তরফ থেকে এই মামলা সংক্রান্ত নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে।

অভিযুক্তদের আইনজীবী এদিন বলেন, “৭-১৪ দিন সময় দেওয়া হয়েছে আমাদের।” এরপরই বিচারপতির তরফ থেকে জানানো হয়, “আমি কি করে বলবো যদি লিখিতভাবে অর্ডার না আসে? আলিপুর আদালতকে ৭ দিনের সময় দেওয়া হয়েছিল হাই কোর্টের তরফ থেকে। সুতরাং অন্য কোন বিকল্প নেই আমার কাছে। গোটা বিচার প্রক্রিয়াই চলবে আদালতের কড়া নজরদারিতে।”

প্রসঙ্গত, হাসপাতালের দুর্নীতি মামলায় চার্জগঠনের সময়সীমা বাড়ানোর দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু দুবারই বিনা ফলে ফিরতে হয় তাঁকে। কলকাতা হাই কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এটা সম্ভব নয় এবং ৬ই ফেব্রুয়ারি চার্জগঠন হবে। কিন্তু এদিন তা পিছিয়ে দেওয়া হলো। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই ব্যাপারটি কোথায় গিয়ে থামে।

Leave a Comment

আরজি কর দুর্নীতি মামলা: কেন পিছোলো আজ চার্জগঠন?

আরজি কর দুর্নীতি মামলা: কেন পিছোলো আজ চার্জগঠন?
Read more