কথা বললো গিলের ব্যাট, জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া। চার উইকেটে জিতল তারা প্রথম ম্যাচ। সৌজন্যে জাদেজা ও রানার দুর্দান্ত বোলিং এবং ব্যাট হাতে গিল, আইয়ার ও অক্ষরের মারকুটে ইনিংস। অন্যদিকে, ব্যাটিং ও বোলিং, দুটিতেই শুরু ভালো হলেও ইংল্যান্ডের শেষটা একেবারেই ভালো হয়নি। সবমিলিয়ে, এই জয়ের মাধ্যমে সিরিজে এগিয়ে গেল ‘মেন ইন ব্লু’।

তবে এই বড় জয়ের মাঝে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয় শুভমান গিলের আগ্রাসি ব্যাটিং। ৯৬ বলে ৮৭ রান করেন তিনি যার মধ্যে রয়েছে ১৪টি চার। ইংল্যান্ডের সকল বোলারকেই এদিন বেশ হাবুডুবু খেতে দেখা যায় তাঁর সামনে। বলা যায়, গিল যখন বাউন্ডারি হাকাচ্ছিলেন, তখন তাঁদের চোখে-মুখে বেশ চাপ ফুটে উঠছিল। শেষে অবশ্য তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখান সাকিব মাহমুদ। তিনিই হন ম্যাচের সেরা।

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করে ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। অর্ধশতরানের ইনিংস আসে জস বাটলার ও জেকব বেথেলের ব্যাট থেকে। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা ও হর্ষিত রানা। জবাবে রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সর্বোচ্চ ৮৭ রান করেন গিল। এছাড়া অর্ধশতরান করেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল।

Leave a Comment

কথা বললো গিলের ব্যাট, জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

কথা বলল গিলের ব্যাট, জয় দিয়ে সিরিজ শুরু ভারতের
Read more