আমেরিকায় অনুপ্রবেশকারী সাফাই নিয়ে উত্তাল সংসদ

দেবজিৎ মুখার্জি: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের সাফাই অভিযান বিষয়ে হইচই পড়ে গেল সংসদে। আবারো কেন্দ্রকে পড়তে হয় বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদের মুখে। তর্কাতর্কিতে জড়ায় বিজেপি ও তাদের বিরোধীরা। অবশেষে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এটি নতুন কোন বিষয় নয় এবং ২০০৯ সাল থেকেই এমনটা হচ্ছে। পাল্টা প্রশ্ন আসে কংগ্রেসের সাংসদ রনদীপ সুরজেওয়ালার তরফ থেকেও।

প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে শপথ নেওয়ার পর একাধিক কঠিন সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যে একটি অনুপ্রবেশকারী সাফাই। এই চাপ দিয়ে পড়েছে ভারতীয় নাগরিকদের উপরও। আমেরিকার তরফ থেকে সেই দেশে অবৈধভাবে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো হয় তাঁদের দেশে। বুধবার সি-১৭ বিমান করে দেশে ফিরেছেন ২০৫ জন। বিমানটি ল্যান্ড করে অমৃতসরের শ্রী গুরুদাস রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।

এবার এই বিষয়টি কিরে রীতিমতো গরম হয়ে গেল সংসদের হাওয়া। জোরদার তর্কাতর্কিতে জড়াল কেন্দ্র সরকার ও বিরোধীরা। অবশেষে প্রতিবাদের মুখে পড়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “ফিরিয়ে আনা সকল দেশের নিয়ম আর হাতকরা পড়ানো আমেরিকার নিয়ম। মহিলা ও শিশুদের পড়ানো হয়নি। শৌচাগার যাওয়ার সময় বাকিদেরও খুলে দেওয়া হয়েছে। প্রশাসন কড়া পদক্ষেপ নেবে তাদের বিরুদ্ধে যারা নথি ছাড়াই ভারতীয়দের আমেরিকায় পাঠাচ্ছে।” যদিও হাত শিবিরের প্রভাবশালী সাংসদ রনদীপ সুরজেওয়ালা তৎক্ষণাৎ প্রশ্ন ছোড়েন যে কলম্বিয়ার মতো দেশ আমেরিকাকে লাল চোখ দেখাতে পারলে মোদি সরকার কেন নয়।

Leave a Comment

আমেরিকায় অনুপ্রবেশকারী সাফাই নিয়ে উত্তাল সংসদ

আমেরিকায় অনুপ্রবেশকারী সাফাই নিয়ে উত্তাল সংসদ
Read more